জয় চক্রবর্তী, বনগাঁঃ
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে বনগাঁ জিআরপি পুলিশের জালে ধৃত ৪। ১৪ই জুন ভোর রাতে বনগাঁ রেল স্টেশন থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম তিমির হালদার (৪০) ঠাকুর নগর, শ্যামল দাস (৪০) অশোক নগর, লিটন শেক (৩৫) বাগদা, ভোলা মণ্ডল ইলিয়াস (১৯) বামন গাছি।
জানা যায়, এদিন ভোর রাতে বনগাঁ রেল স্টেশনে শেষ প্রান্তে বনগাঁ জিআরপি থানার পুলিশ দেখে ৭-৮ জন লোক জমায়েত হয়ে রয়েছে। পুলিশ তাদের কাছে যেতেই কয়েক জন পালিয়ে যায়। এরপর পুলিশ ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সকলে। ধৃতদের নাম তিমির হালদার (৪০) ঠাকুর নগর, শ্যামল দাস (৪০) অশোক নগর, লিটন শেক (৩৫) বাগদা, ভোলা মণ্ডল ইলিয়াস (১৯) বামন গাছি। ধৃতদের কাছ থেকে ভোজালি, চাকু , ক্ষুর বাজেয়াপ্ত করা হয়।
[espro-slider id=9026]
সূত্রে প্রকাশ, ধৃত এই যুবকদের বিরুদ্ধে ট্রেনে ছিনতাই, পকেটমার নানা অপরাধমূলক একাধিক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। ১৪ই জুন বনগাঁ জিআরপি থানার পুলিশ ধৃত ৪ জনকে বনগাঁ আদালতে পাঠান।