বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:
Thank you for reading this post, don't forget to subscribe!
বাংলাদেশে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর আটটি পয়েন্টে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ফুলগাজীর ৬টি স্থানে ও পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দুটি স্থানে বাঁধ ভেঙে যায়। এতে জোয়ারের জল লোকালয়ে প্রবেশ করায় এইসব গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছে। এলাকার গ্রামীণ সড়কগুলো জলেতে তলিয়ে গেছে। ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। অনেক বাড়িতে ঘরে জল ঢুকে পড়েছে।
জলেতে প্লাবিত হওয়া ফুলগাজীর গ্রামগুলো হল উত্তর দৌলতপুর, দক্ষিন দৌলতপুর, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, ঘনিয়ামোড়া, নিলখী, গোসাইপুর, বৈরাগপুর।
অপরদিকে পরশুরামের গ্রামগুলো হলো শালধর, মালিপাথর, দুর্গাপুর, রামপুর, দক্ষিন কাউতলি, উত্তর কাউতলি, কাশিনগর, চম্পকনগর, চিতলিয়া, জয়পুর, মনিপুর সাহাপারা। জল উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা কহিনুর আলম জানান, প্লাবনের পানি নামার আগে বাঁধগুলো মেরামত করা সম্ভব নয়।