ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
১৮ ই ফেব্রুয়ারি ইরানের জাগরস পার্বত্য এলাকায় ৬৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইরানের একটি বিমান।
এক্ষেত্রে এয়ারলাইনের কর্তৃপক্ষ জানান, বিমানের সব যাত্রীই মারা গিয়েছে। মূলত ইরানের জরুরি পরিষেবা বিষয়ক দফতর থেকে জানানো হয়, রাজধানী তেহেরান থেকে ইয়াসুজ যাচ্ছিল বিমানটি। মধ্য ইরানের ইসফাহান প্রদেশের দক্ষিণে ভেঙে পড়ে আসেমান এয়ারলাইন্স। বিমানে ছিলেন ৬০ জন যাত্রী-সহ ৬ কর্মী। যাত্রীদের মধ্যে এক শিশুও রয়েছে।
ইরানের জাতীয় নিরাপত্তা এবং নীতি কমিশনের প্রধান আলাদিন বরুজেরদি জানিয়েছেন, এদিন সকালে বিমান ছাড়ার বেশ কিছুক্ষণ পর যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যায় আসেমান এয়ারলাইন্সের আর তাই আলাদিনের প্রাথমিক অনুমান বিমানটি ধ্বংস হয়ে গিয়েছে। দুর্গম এলাকা হওয়ায় আকাশ পথে চালানো হচ্ছে উদ্ধারকার্য। এমনকি সেখানে অ্যাম্বুল্যান্স পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।