ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
উত্তর পাড়ার বাসিন্দা পারমিতা বক্সি চাকরী সুত্রে পুনেতেই ছিলেন। ঘটনা সুত্রে খবর, পুনেতে চাকরী করার দরুন চাকরী ছেড়ে বেঙ্গালুরুতে স্বামীর কাছে যেতে চাওয়ায় বাধা দেয় শ্বশুরবাড়ির লোকজন। এরপর চাকরী ছেড়ে নিজের বাড়ি অর্থাৎ উত্তরপাড়ায় ফিরে আসে পারমিতা। কিন্তু স্বামীর কাছে যেতে না পারায় ক্ষোভে ২৯শে অক্টোবর আত্মঘাতী হন পারমিতা। এদিন পারমিতার ঝুলন্ত দেহ উদ্ধার করে বাড়ির সদস্যরা।
পুলিশি সুত্রে খবর, চাকরী ছেড়ে স্বামীর কাছে যাওয়া নিয়ে অত্যাচারিত হয় পারমিতা আর তার সেই সব অত্যাচারের কথা খোদ পারমিতা ডায়েরিতে লিখে রেখে যান। এরপরই পারমিতার শ্বশুর বাড়ির বিরুদ্ধে পারমিতার পরিবার আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছেন। তবে বর্তমানে পারমিতার স্বামী সহ শ্বশুরবাড়ির সকলেই পলাতক।