31 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

চুক্তি সই; কিমকে হোয়াইট হাউজে দাওয়াত দেবেন ট্রাম্প

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

১২ই জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের বিলাসবহুল ক্যাপেলা হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি চুক্তিতে সই করেছেন। ট্রাম্প একে গুরুত্বপূর্ণ ও পূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আশা করা হচ্ছে খুব শীঘ্রই কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হবে। চুক্তিতে উত্তর কোরিয়ার পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

অপরদিকে চুক্তিতে সই করার আগে কিম জং উন বলেন, “তারা অতীতকে পেছনে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব একটা বিরাট পরিবর্তন দেখবে।”

[espro-slider id=8868]

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কিমের সঙ্গে তার খুব বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের ভিন্ন রকমের সম্পর্ক তৈরি হবে।” তিনি আরো বলেন, “এ বৈঠকে জনমনে ছাপ ফেলবে এবং লোকজন খুবই খুশি হবে। আমরা বিশ্বের জন্য খু্বই বিপজ্জনক একটি পরিস্থিতি নিয়ে কাজ করতে যাচ্ছি।” এছাড়া চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেন, তিনি বহুবার কিমের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

কিম জং উনকে হোয়াইট হাউজে দাওয়াত দেওয়া হবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “অবশ্যই আমি তাকে দাওয়াত দেব।”

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles