Thursday, October 20, 2022
spot_img

মুক্তি পেল জাহ্নবি কপূর ও ইশান খট্টরের ‘ধড়ক’ সিনেমার ট্রেলার

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

মুক্তি পেল জাহ্নবি কপূর ও ইশান খট্টরের সিনেমা ‘ধড়ক’-এর ট্রেলার। দুই নবাগতর সম্পর্কের রসায়ণ দারুণ দেখিয়েছে ট্রেলারে। রাজস্থানের পটভূমিকায় সিনেমার কাহিনী। তাই জাহ্নবি ও ইশান- দুজনকেই রাজস্থানি ভাষা বলতেও শোনা গিয়েছে। ট্রেলার থেকেই সিনেমার কাহিনীর একটা আভাস পাওয়া যায়। দুই কলেজ পড়ুয়ার প্রেম ঘিরেই সিনেমার কাহিনী বিন্যাস। দুজনের প্রেমের বাধা হয়ে ওঠে মেয়েটির পরিবার। সিনেমায় আশুতোষ রানাকে এক বাহুবলী নেতার ভূমিকায় দেখা গিয়েছে। সিনেমায় তাঁরই মেয়ে জাহ্নবি। পরিবারের বাধা এড়িয়ে প্রেমিক-প্রেমিকা পালিয়ে যায়। এরপর শুরু হয় জীবনের কঠিন সংগ্রাম। মাঝে মধ্যে হাস্যরস নিয়ে আসারও চেষ্টা দেখা গিয়েছে ট্রেলারে।

মারাঠি সিনেমা ‘সৈরাত’-এর অফিসিয়ার হিন্দি রিমেক এই সিনেমা। আগামী ২০ শে জুলাই সিনেমা মুক্তি পাবে। সিনেমার পরিচালক শশাঙ্ক খৈতান ও প্রযোজক কর্ণ জোহর।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আসেন ইশানের মা নীলিমাও। ছোট ছেলের সিনেমার ট্রেলার মুক্তি ঘিরে উচ্ছ্বসিত নীলিমা বলেছেন, ১৫ বছর আগে বড় ছেলে শাহিদ ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল। এরপর ইশানও বলিউডে পা রাখছে ধর্মা প্রোডাকশনের ব্যানারেই।

অন্যদিকে, জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে জাহ্নবির মা শ্রীদেবী থাকতে পারলেন না। কিছুদিন আগেই আচমকাই মারা গিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। মেয়ের প্রথম সিনেমা নিয়ে তাঁর উত্সাহের অন্ত ছিল না। সিনেমার ২৫ মিনিটের ক্লিপ শ্রীদেবী দেখেছিলেন। সেই সঙ্গে জাহ্নবিকে কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন তিনি।

Related Articles

Stay Connected

0FansLike
3,533FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles