37 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

এবার “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির অভিনব উদ্যোগ বালুরঘাট ট্র্যাফিক পুলিশের

অরিন্দম রায় চৌধুরী, বালুরঘাটঃ

এবার হেলমেটহীন বাইক আরোহীদের শিক্ষা দিতে ও “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মাধ্যমে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল বালুরঘাট ট্র্যাফিক পুলিশ ও স্থানীয় একটি ক্লাব। হেলমেট ছাড়া যারা বাইক চালাচ্ছেন তাঁদের ধরে ঘোড়ার পিঠে বসিয়ে হাতে গোলাপ ও চকোলেট ধরিয়ে দিচ্ছে পুলিশ। উদ্দেশ্য একটাই, বাইক আরোহীদের হেলমেট পরার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝানো। এই কর্মসূচিতে পুলিশকে সহযোগিতা করছে বালুরঘাটের সৎকার সমিতি নামে একটি ক্লাব।

৯ ই জুন বালুরঘাটের হাসপাতাল মোড়ে এই অভিনব কর্মসূচিতে হাজির ছিলেন ট্র্যা‍ফিক ওসি সঞ্জয় মুখার্জি, সৎকার সমিতির সম্পাদক ছোটন রজক সহ পুলিশের অন্য আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও।

ঘোড়ার পিঠে চেপে গোলাপ ও চকেলেট পাওয়া পর হেলমেটবিহীন বাইক আরোহীরা কার্যত লজ্জায় পড়ে যান। অনেকে বলেন, “আজকের পর আর হেলমেট ছাড়া বাইক চালাব না।” আবার কেউ কেউ যাঁরা নিজেরা হেলমেট পরলেও বাইকে থাকা বাকিদের মাথায় হেলমেট পরাননি, তাঁদের জন্য দুর্ঘটনাজনিত একবছরের বিমার ব্যবস্থা করে দেওয়া হয় এই সৎকার সমিতি ক্লাবের পক্ষ থেকে।

এবিষয়ে বালুরঘাট থানার ট্র্যাফিকের ওসি সঞ্জয় মুখার্জি বলেন, “সেফ ড্রাইভ সেভ লাইভ”-এর প্রচারে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বালুরঘাট সৎকার সমিতি। যারা হেলমেট ছাড়া বাইক চালাবে তাদের জন্য ঘোড়ার পিঠে বসার ব্যবস্থা করা হয়েছে। বাইক আরোহীদের বোঝানো হয় হেলমেটের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে।”

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles