সন্দীপ ঘোষ, ঝাড়গ্রামঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
ঝাড়গ্রাম শহরের ১ নং ওয়ার্ড কদমকানন এলাকার একটি বাড়ির মধ্য থেকে এক ব্যক্তির পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম গৌতম বিশ্বাস(৩৮) ঠিকাদারি সংস্থার অধীনে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করতেন। এদিন সকালে প্রতিবেশীরা বন্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় সাথে সাথে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে দেখে গৌতম বাবু গলায় দড়ি দেওয়া অবস্থায় বাড়ির মধ্যে ঝুলছেন।
পরিবার সুত্রে জানা যায়, মানসিক অবসাদের কারনে গৌতম বাবু আত্মঘাতী হয়েছেন, তিনি মদ্যপ অবস্থায় আসতেন বলে বাড়িতে প্রায় অশান্তি হত। কয়েকদিন আগে স্ত্রীর সাথে পারিবারিক অশান্তি হওয়ার কারনে তিনি তার কন্যা সন্তান কে সাথে নিয়ে বাপের বাড়ি চলে যান। মঙ্গলবার রাতে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।