Friday, March 24, 2023
spot_img

দুদেশের কর্মসংস্থান ও বানিজ্যে মহিলাদের ভূমিকা নিয়ে নিউইয়র্কে, ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন সুষমা স্বরাজ

ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ

২৩ শে সেপ্টেম্বর ২০১৭, আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সাধারন সভা শুরু হওয়ার ঠিক আগেই ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট কন্যা ও পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে। আর এই বৈঠকের আলোচ্য বিষয় হল দুদেশের মধ্যে কর্মসংস্থান ও বানিজ্যে মহিলাদের ভূমিকা।

আগামী ২৮ থেকে ৩০শে নভেম্বরে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে বিশ্ব বানিজ্য সম্মেলন। আমেরিকার প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকছেন ইভাঙ্কা ট্রাম্প। এমনকি সেই সম্মেলনে উপস্থিত থাকবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অনেক ব্যবসায়ী, বিনিয়োগকারী থেকে শুরু করে কর্পোরেট দুনিয়ার অনেক ব্যাক্তিরা।

তাই সম্মেলনের ঠিক আগেই সুষমার সঙ্গে ইভাঙ্কার বৈঠকটি সত্যই ফলপ্রসু। পাশাপাশি সুষমাকে দক্ষ বিদেশমন্ত্রী আখ্যা দিয়ে বহু প্রশংসা করেছেন ইভাঙ্কা। আবার, স্বরাজের সঙ্গে বৈঠকে বসায় নিজেকে সম্মানিত বোধও করছেন তিনি।

এদিকে ২৩শে সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারন সভায় বক্তব্য রাখার আগে ভারতীয় বিদেশমন্ত্রী নিউইয়র্কে এক সপ্তাহ ধরে একাধিক দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠক করবেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles