বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:
বাংলাদেশের রাজধানীর শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব। ৬ জুন বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগে চলমান এক কর্মসূচি থেকে তাকে আটক করেছে র্যাব-১০ এর একটি দল। পূর্বঘোষিত কর্মসূচিতে আসার পর সাদা পোশাকে র্যাবের কয়েকজন সদস্য তার সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাব।
৬ জুন বুধবার বিকেলে মাদকবিরোধী অভিযানে ‘বিনা বিচারে হত্যা’র প্রতিবাদে শাহবাগে পূর্বঘোষিত সমাবেশ করতে জড়ো হয় গণজাগরণ মঞ্চ। এ সময় ‘নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ স্লোগান দেয় তারা। ফেসবুকে একটি ইভেন্ট ক্রিয়েট করে ডাকা এই সমাবেশে সরকারকে বিচারবহির্ভূত হত্যাকান্ড থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, তাকে র্যাব নিয়ে যেয়ে থাকতে পারে। আপনারা র্যাবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে তাকে কী কারণে আটক করা হয়েছে, তা জানা যায়নি।