30 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

অশোকনগরে বনগা-শিয়ালদাহ লোকালের ধাক্কায় মৃত এক যুবক, পরিবারের দাবি “এক্সিডেন্ট নয় ওটা খুন”

শান্তনু বিশ্বাস, অশোকনগর:

বুধবার, রাতের শেষ ট্রেন বনগা-শিয়ালদাহ লোকালে ধাক্কা লাগে এক যুবকের, হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। সেই যুবকের পরিচয় ছিল অজানা তখনও। ১ দিন পর পরিবার খবর পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে।

জানাগিয়েছে, অজয় কর (২৬) ওরফে ফেলু বাড়ি অশোকনগরের ১৫ নম্বর ওয়ার্ডের ডোবা সংঘ এলাকায়, খেলাধুলোয় ছিল ভালই, প্রিয় খেলা ছিল ক্রিকেট। পরিবারের অভিযোগ, "পেশায় ক্রিকেটার অজয় কর কে খুন করা হয়েছে। অশোকনগর বাসী এক মহিলার সঙ্গে কয়েক মাস ধরে পরিচয় ছিল অজয়ের। সেই মহিলা ও তার বন্ধুরা মিলে পরিকল্পিত ভাবে খুন করেছে অজয়কে"। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়েছে গোটা অশোকনগর এলাকায়। থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখায় পরিবার সহ এলাকাবাসী। মহিলা ও তার দুই বন্ধুর বিরুদ্ধে অশোকনগর থানায় দায়ের হয়েছে অভিযোগ।

[espro-slider id=8583]

প্রসঙ্গত বুধবার বনগাঁ শিয়ালদহ রেল শাখার অশোকনগর মানিকনগরের ২৬ নম্বর রেলগেটের কাছ থেকে রেল লাইনের ভিতর থেকে একটি মৃতদেহ উদ্ধার করে হাবড়া জি-আর-পি। তখনও ওই যুবকের কোনও পরিচায় পাওয়া যায়নি। শুক্রবার রাতে মৃত্যুর খবর পায় পরিবার। শনিবার মৃতদেহ ময়না তদন্ত হয় বারাসাতে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles