জয় চক্রবর্তী, গোপালনগরঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
সন্ধ্যে ৪টে নাগাদ এক যুবক, প্রতিবেশী একটি মহিলার ঘরে ঢুকে তার সাথে শ্লীলতা হানি করার চেষ্টা করে, বাধা দেওয়া হলে কুপিয়ে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটে শুক্রবার, গোপালনগর থানার নহাটা ইসলামপুরে। নির্যাতিতা অপর্ণা ভট্টাচর্যা বলেন, তিনি সবে স্নান করে ঘরে আসে, তখনই প্রতিবেশী শঙ্কর চক্রবর্তী নামে এক যুবক তার ঘরে ঢুকে পরে এবং স্লীলতাহানির চেষ্টা করে৷
অপর্ণা ভট্টাচার্যের স্বামী শঙ্কর চক্রবর্তী কে ধরতে গেলে পালিয়ে যায়, এরপর শঙ্কর, তার দুই ভাই অমর ও সঞ্জয় এবং স্ত্রী মিলে ভট্টাচার্যের পরিবারের উপর দা, লাঠি, বাঁশ নিয়ে আক্রমন করে। ঘটনাস্তলে মাথায় কোপ লাগে বিশ্বজৎ ভট্টাচার্য, অপর্ণা ও শাশুড়ি হাতে কোপ। এবং রহিত নামে একটি ছোট বাচ্চার বাঁশের বাড়ি লাগে৷ জানাগিয়েছে, প্রতিবেশি দের সাহায্যে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের চিকিৎসা চলছে৷