অরিন্দম রায় চৌধুরী, বারাকপুর, বেঙ্গলটুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
স্বামী বিবেকানন্দ অ্যান্ড রাজীব ইয়ুথ সেন্টার এর ১০ম তম বর্ষের মিলনানুষ্ঠান অনুষ্ঠিত হলো ব্যারাকপুর সুকান্ত সদনে। এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিলাজিত ও অনন্যার গান। পাশাপাশি এদিন গুণীজন সম্বর্ধনার মাধ্যমে ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত এলাকার সব কটি ওয়ার্ডের পুরপিতা ও পুরমাতাদের সম্বর্ধনা জ্ঞ্যাপন ও প্রান্তিক গরীব মানুষদের কর্মসংস্থানের ব্যাবস্থা করা আর সেই উদ্দ্যেশে তাদের হাতে তুলে দেওয়া হয়ে ১৫টি রিক্সা। অনুষ্ঠানে এইদিন হাজীর ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, বিগত দিনের ব্যারাকপুরের সাংসদ দেবী ঘোষাল, ব্যরাকপুরের মহকুমা শাসক পীযূষ কান্তি গোস্বামী ও ব্রাত্য বসু।
এইদিনের অনুষ্ঠানে বি.ভি.&আর.সি-র সাধারন সম্পাদক সম্রাট তোপাদার জানান, “প্রতি বছরই এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি ব্যারাকপুর সহ প্রান্তিক গরিব মানুষের মুখে একটু হাসি ফোটানোর। পুজোর ঠিক আগে আমাদের এই ধরনের কর্মসংস্থান নিশ্চিত ভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাবে। আমাদের মত যদি সবাই যারা বহু লক্ষ টাকা খরচা করে বড় বড় পুজোর আয়োজন করছে তারা তাদের বাজেটের ছোট্ট একটু অংশ এই ধরনের মানুষদের সেবায় লাগাতে পারে তবেই বিবেকানন্দর সেই বানী সত্যতা লাভ করবে যেখানে তিনি বলেছিলেন “জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।”