ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ইরানের পরমাণু সমঝোতার পক্ষেই অবস্থান ঘোষণা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ইউরোপের সরকারগুলোকে আন্তর্জাতিক এ সমঝোতা থেকে সরে যাওয়ার জন্য প্রভাবিত করতে নেতানিয়াহু ইউরোপ সফর শুরু করেছেন। সফরের প্রথমেই তিনি বার্লিন গেছেন। এ সফরে নেতানিয়াহু ফ্রান্স ও ব্রিটেন যাবেন।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে মারকেল বলেন, “বৈঠকে সব বিষয়ে সমঝোতা হয়নি।” তিনি আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে পরমাণু সমঝোতা অনেক বেশি স্বচ্ছ।
অ্যাঙ্গেলা মারকেল বলেন, ইসরাইল ও জার্মানি একমত হয়েছে যে, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না কিন্তু এ পথে সফলতা অর্জনের ক্ষেত্রে তেল আবিব ও বার্লিনের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে।