ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
মালদার ইংরাজবাজারের কাঞ্চনটা এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী। মূলত তারই প্রতিবেশীর দেওয়া বিয়ে প্রস্তাবে রাজী না হওয়ায় অপহরনের চেষ্টা।অবশেষে বাইক থেকে পরে গিয়ে জখম ঐ ছাত্রী।
ঘটনা সুত্রে খবর,১১ ই সেপ্টেম্বর স্কুল ছুটির পর মালদার ইংরেজবাজারে ওই ছাত্রীটির প্রতিবেশী এক যুবক ছাত্রীটিকে অপহরনের চেষ্টা করে এবং সেই মুহুর্তে অভিযুক্ত ছাত্রীটি চিৎকার করলে অভিযুক্তরা বাইক থেকে ফেলে পালিয়ে যায়। এছাড়া আর জানা যায় অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম সিটু ঘোষ।বর্তমানে আহত ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর পাশাপাশি ছাত্রীটির পরিবার থানায় অভিযুক্ত সিটু ঘোষ সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।