ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
শীর্ষস্থান খোয়ালেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। ব্যাটসম্যানদের তালিকায় তাঁকে সরিয়ে প্রথম স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিসি পেরি। বর্তমানে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থানে আছেন পেরি আর সেই সঙ্গে প্রথমবারের জন্য ব্যাটসম্যানের তালিকায় প্রথম স্থানে উঠে এলেন পেরি।
এছাড়া অস্টেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং মহিলা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে আছেন। মিতালি রাজ চলে গেছেন তৃতীয় স্থানে। ভারতীয় দল সিরিজ় জিতলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে উচ্চমানের পারফরম্যান্স করতে পারেননি মিতালি। প্রথম ম্যাচে ৭০ রান করেন এবং পরের দুটি ম্যাচে তিনি ব্যর্থ (২০ ও ৪)। পাশাপাশি হরমনপ্রীত কউরও দু ধাপ পিছনে চলে গেছেন। আপাতত তিনি সাত নম্বরে আছেন। অপরদিকে, প্লেয়ার অফ দা সিরিজ় স্মৃতি মন্ধনা ১৪ ধাপ উপরে উঠে ২১ নম্বর স্থান দখল করেছেন।
বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকান পেসার মেরিজান কেপ এবং দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের ঝুলন গোস্বামী। সম্প্রতি প্রথম মহিলা বোলার হিসেবে ২০০টি উইকেট দখল করেছেন তিনি।