32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

বাংলাদেশে শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকার প্রধান

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

খাদ্যমন্ত্রী এ্যাড কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সংসদে যাদের অবস্থান নাই, তাদের নির্বাচনকালীন সরকারের দায়িত্বে আসারও কোন সুযোগ নেই। তাই শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকার প্রধান। তাই নির্বাচন নিয়ে সংলাপের কোন প্রয়োজন নেই। আমরা সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আগামী জাতীয় নির্বাচন যথাসময়েই একটি অবাদ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

২ রা জুন শনিবার বিকালে কেরাণীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি প্রি-ক্যাডেট হাইস্কুলে ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেনা সেটা আদালতের বিষয়। সেখানে আমাদের কোন হাত নেই। আমরা আদালতের সিদ্ধান্তই মেনে নেব। বিএনপি উদ্দেশ্যে মন্ত্রী বলেন,আন্দোলনের হুমকী দিয়ে কোন লাভ নেই। আন্দোলনের নামে আবার যদি আগের মত জ্বালাও-পোড়াও কিংবা আগুন সন্ত্রাসের মত কোন পথ বিএনপি বেছে নেয় তবে জনগণকে সাথে নিয়ে তাদের দাত ভাঙ্গা জবাব দেবার হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকুর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, এ্যাড.এনামুল হক, আইকে শাহীন, ইখতিয়ার আহম্মেদ শাওন, আলতাফ হোসেন বিপ্লব, মো.আলাউদ্দিন, মো.শাহজাহান, মো.ফজলুর রহমান, শেখ শাহাদাৎ হোসেন প্রমুখ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles