নিজস্ব প্রতিনিধি,হাবরাঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের যে সমস্ত থানা এলাকাতে পঞ্চায়েত ভোটের পর থেকে বিজেপি কর্মী দের বিনা কারনে পুলিশ হয়রানি করছে এবং বিনা দোষে গ্রেপ্তার করছে বলে বিজেপি-র অভিযোগ, সেই সমস্ত থানায় প্রতিবাদে আজ দুপুর দুটো নাগাদ হাবড়া দেশবন্ধু পার্ক এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে রাজ্য সভাপতি দীলিপ ঘোষের নেতৃত্বে হাবড়া থানার সামনে বিক্ষোভ দেখায় নেতা কর্মীরা।
[embedyt] https://www.youtube.com/watch?v=Hv-4cR34gkw[/embedyt]
যদিও পুলিশ আগে থাকতেই বিক্ষোভের জন্য বিশাল পুলিশ-বাহিনী মোতায়ন করে তৈরি হয়েছিল। এই প্রতিবাদ মিছিলের ফলে বিশাল যানযট সৃষ্টি হয় যশোর রোডে। প্রায় হাবরা শহর অবোরুদ্ধ হয়ে পরে।
রাজ্য সভাপতি বক্তবে উঠে আসে শাষক দলের হয়ে রাজ্য জুড়ে পুলিশ কাজ করছে যার ফলে বিজেপি কর্মী দের হেনস্থা করছে পুলিশ তাতে বাদ যায়নি হাবড়া থানা। পুলিশের রোল নিরপেক্ষ নয় তাই মার খাচ্ছে পুলিশ।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান । মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “কার বাড়িতে বাচ্ছা হয়েছে আর কে হাতে তালি দেন। সিপিএম ও কগ্রেস জোট করে থার্ড হয়েছে আর বিজেপি একা লড়ে দ্বিতীয় হয়েছে।” পেট্রল ও গ্যাসের দামের বাড়ার ব্যপারে জিঙ্গাসা করতে তিনি জানান, “দাম বেড়েছে আবার কমে যাবে অপেক্ষা করুন। বিরোধী দের কাছে এখন কোন ইসু নেই বলে এই নিয়ে পথে নেমেছে।”