ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
স্বদেশি সমৃদ্ধি সিম কার্ডের পর এবার দেশি মেসেজিং অ্যাপ লঞ্চ করল যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি। ৩০ শে মে আনুষ্ঠানিক ভাবে অ্যাপটি উদ্বোধন করা হয় ভারতের বাজারে। পতঞ্জলির এই নতুন অ্যাপটির নাম ‘কিম্ভো’। অ্যাপটির ট্যাগলাইন ‘অব ভারত বোলেগা’। গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করা যাবে এই অ্যাপটি।
জানা যায়, হোয়াটস্অ্যাপের মতো এই অ্যাপেও রয়েছে ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটিং-এর সুবিধা। এমনকি বিনামূল্যে ফোন ও ভিডিও কলিংয়ের সুবিধাও রয়েছে। টেক্সট, অডিও, ভিডিও, স্টিকার, জিফ-এর সুবিধা তো পাবেনই, তার সঙ্গে ‘ঘোস্ট চ্যাটিং’ ও মেসেজ অটো ডিলিটের অপশনও পাবেন গ্রাহকেরা।
এদিন সংস্থার মুখপাত্র এসকে তিজারাওয়ালা জানান, বিশ্বে সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘হোয়াটস্অ্যাপ’ মোকাবিলায় দেশীয় বাজার ধরাই তাঁদের লক্ষ্য। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “এটা সম্পূর্ণ স্বদেশি মেসেজিং প্ল্যাটফর্ম। এবার কথা বলবে ভারত!” তিজারাওয়ালার দাবি, ৩০ শে মে অ্যাপটি লঞ্চ করার পর ইতিমধ্যেই হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়ে গিয়েছে অ্যাপটি।