ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। ৩০শে মে গভীর রাতে উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ গেরিলারা নিহত হয়। উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায় হান্দওয়াড়া এলাকার ক্রালগান্দে বনাঞ্চল এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, এদিন রাতে সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলসের টহলদারি জওয়ানদের উপরে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে পাল্টা গুলিবর্ষণের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। বেশ কিছু সময় ধরে সংঘর্ষের পরে অন্ধকারের জন্য অভিযান বন্ধ রাখা হয়। ৩১ শে মে সকালে অজ্ঞাত দুই গেরিলার লাশ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে এ কে ৪৭ রাইফেল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চলছে।
এর আগেও এদিন দুপুরে পুলওয়ামা জেলার ত্রালে ন্যাশনাল কনফারেন্সের নেতা মুহাম্মদ আশরাফ ভাটের বাসায় গেরিলারা গ্রেনেড হামলা চালায়। কিন্তু ওই ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য চলতি মাসের শুরুতে গেরিলারা সোপিয়ানের বিধায়ক মুহাম্মদ ইউসুফের বাসায় পেট্রোল বোমা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় বিধায়কের বাসার ওপর তলায় আগুন ধরে যায়। ২৯ শে মে সন্ধ্যায় পুলওয়ামা জেলায় গেরিলারা পুলিশ দলের উপরে হামলা চালালে এক বিশেষ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
রমজান মাসে সামরিক অভিযান বন্ধ রাখার সরকারি ঘোষণা দেওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে গেরিলা ও সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।