31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

ভোটের ফলের পর ঝাড়গ্রামে পর্যালোচনা সভাতে পার্থ চ্যাটার্জী

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম :

জঙ্গল মহলে খারাপ ফলের দাবাই দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

১)হারা এলাকায় বিশ্লেষণ করে কারন জানাতে হবে।
২)প্রতিটা এলাকায় ঘুরে উন্নয়ন না পৌছানোর কারন ডাইরি তে নোট করতে হবে
৩)বিধায়ক রা কোলকাতায় কম গিয়ে এলাকায় ঘুরুন সময় দিন।
৪)এর পর ৮ টা ব্লকে ৮ দিন সম্মেলন করা হবে।

এছাড়া পার্থবাবু বলেন, নেতাদের দুর্নীতিতে বিতশ্রদ্ধ মানুষ। আমাদের আচরনে ব্যাথা পেয়েছে মানুষ। সরকার কি দেয়নি। সব দিয়েছে। কিন্তু সরকারি উন্নয়ন সর্বস্তরে পৌছায়নি বলে ধারনা তৃনমূল মহাসচিবের।
সভাতে তৃনমূল শহর কমিটির সভাপতি প্রশান্ত রায় সহ এক অংশের নেতার চরম বিশৃঙ্খলা শুরু করলে তাদের পার্থ চট্টোপাধ্যায় বলেন, বোঝাযাচ্ছে কেনো দলের খারাপ ফল। ভালো রেজাল্ট করতে পারেন না আবার গালা বারাচ্ছেন।
তিরষ্কার করে বলেন এটা কি ইষ্টবেঙ্গল মোহন বাগানের দলবদল? যে ভোটের আগে দলবদলে ফেললো আর আপনারা জানতে পারলেন না।

জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর কোনো ব্যানার পোষ্টার নেই কেনো। আদিবাসীদের জন্য সবচেয়ে বেশী কাজ করেছে এই সরকার অথচ নেতারা তা সঠিক ভাবে প্রচার করতে ব্যার্থ মাঝপথে সুফল খেয়ে নিচ্ছে অন্য কেউ।
ক্রেতাসুরক্ষ্যা দপ্তরের মন্ত্রী সাধনপান্ডের স্পষ্ট বক্তব্য বেশ কিছু নেতা তাদের ইগো মেটাচ্ছেন। শহুরে হয়ে উঠেছেন গ্রামের মানুষের সাথে মিশতে পারছেনা। কথা দিয়েও এলাকায় কথা রাখেননি নেতারা। কাজ করেননি। আদিবাসী ভাই বোনরানি। তারা দল থেকে মুখ ঘোড়ায়নি। স্থানীয় নেতাদের অকমন্যতার জন্য ফল আলাদা হয়েছে। তাই নেতাদের হুশিয়ারী কেউ পার পাবেনা।
সাংবাদিক দের প্রশ্নের উত্তরে বলেন ছাত্র সংসদের প্রতিনিধিদের ডাকা হয়েছে কি কারনে এবং কোথায়?
আমরা ছাত্র দের যেমন ডাকছি, আগের দিন আমি শিক্ষক সংগঠন দের ডেকেছিলাম, আমরা ছাত্র সংগঠন কেউ রাখছি।

শুধু কি ছাত্র নির্বাচনের জন্য ডাকা হয়েছে?
শুধু তাই নয় WBCS আছে নানারকম পার্থক্য মতো চেঞ্জ হচ্ছে।সম্ভবত ৩১ তারিখ কালকে ডাকা হয়েছে।

শিক্ষা নামে একটা সংস্থা স্কুল গুলোতে টাকা নিয়ে ল্যাব অ্যাসিটেন্ট নিয়োগ করছে?

এরকম খবর যদি থাকে আপনারা আমাকে জানান,আমাদের অনুমোদন ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন NGO বা কোন কাজ করতে পারেনা। কেউ যদি করে থাকে ব্যবস্থা নেবো।

প্রসঙ্গগত গতকালের সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে বলেন, আমি সমস্ত ঘটনা শুনেছি, বললাম সংগঠন কে জোরদার করতে হবে।মানুষের সাথে আমাদের থাকতে হবে। কোথাও কোন ভুল থাকলে বুঝে ভুল ভাঙতে হবে। বাকি প্রশাসন ব্যবস্থা নেবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles