বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:
Thank you for reading this post, don't forget to subscribe!
দেশে ই-গভর্নেন্সের পরিধি বিস্তৃত করে ২০২১ সালের মধ্যে নাগরিক সেবার ৯০ শতাংশ অনলাইনে সহজলভ্য করা হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এস্তোনিয়ায় এক কনফারেন্সে এ তথ্য জানান তিনি।
গত ২৯ শে মে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে ই-গভর্ননেন্স কনফারেন্সের ‘হাউ টু ম্যানেজ ডিজিটাল সিটিজেন সেন্ট্রিক ই-গভর্নেন্স’ শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট কার্সটি কালজুলেইদ ও সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী অ্যালেন চেস্টনেট এ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্যানেল আলোচনায় যোগ দেন পলক।
প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ে, কম খরচে সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে এবং জনগণকে যাতে বারবার সরকারি অফিসে ধর্ণা না দিতে হয়, সে বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ সরকার ই-গভর্নেন্স পরিকল্পনা সাজিয়েছে। তিনি জানান, ই-গভর্নেন্সের পরিধি বিস্তৃত করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে নাগরিক সেবার ৯০ শতাংশ অনলাইনে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।