31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

বহরমপুরে ২ লাখ টাকার জালনোট সহ ধৃত ২

অরিন্দম রায় চৌধুরী, বেঙ্গল টুডেঃ

২৮ শে মে রাতে ২ লাখ টাকার জালনোট সহ ২ জনকে গ্রেপ্তার করল এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) ও বহরমপুর থানার পুলিশ। এদিন রাতে ধৃত ২ জনকে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ১০০টি ২ হাজার টাকার জাল নোট। ধৃতদের নাম সামসুল শেখ ও শিস মহম্মদ। সামসুল শেখের বাড়ি হরিহরপাড়া। শিস মহম্মদ মালদার বৈষ্ণব নগর থানা এলাকার বাসিন্দা। বহরমপুর থানার আইসি সনৎ দাস জানান, ২৯ শে মে ধৃত ২ জনকে আদালতে তুলে পুলিশ হেপাজতের আবেদন জানানো হবে।

জানা যায়, এদিন মালদা থেকে জালনোট নিয়ে বহরমপুর বাসস্ট্যান্ডে নামে শিস মহম্মদ। তার আগেই স্পেশাল এসওজি-র কাছে সেই খবর পৌঁছে যায়। সেইমতো বহরমপুর থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। টাকা হাত বদলের সময় হাতেনাতে ২ জনকে পাকড়াও করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে পাচার চক্রে জড়িত বেশ কয়েকজনের নামও। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য এই নিয়ে চলতি মাসে মুর্শিদাবাদ জেলায় জালনোট পাচারচক্রে পুলিশ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ৬ লাখ টাকার জালনোট।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles