ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
বিহারের মনপুরে বেনজির হামলার মুখে নয়া দিল্লি – শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। ২৮ শে মে গভীর রাতে ট্রেনের কামরা লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। পাথরের আঘাতে জখম ৬ যাত্রী।
এদিন গভীর রাতে তখন বিহারের ওপর দিয়ে ছুটছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। ঘুমাচ্ছে গোটা ট্রেন। তখনই ট্রেন লক্ষ্য করে মুহুর্মুহু ছুটে আসে পাথর। পাথরের আঘাতে ভাঙে কামরার বেশ কয়েকটি জানলার কাচ। কাচের টুকরো ও পাথরের আঘাতে জখম হন ৬ জন যাত্রী।
এরপর ট্রেন গয়া স্টেশনে পৌঁছলে বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান যাত্রীরা। সেখানেই আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করা হয়। বদলানো হয় জানলার ভাঙা কাচগুলি। বেশ কয়েকঘণ্টা পর শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি।
বর্তমানে এই ঘটনার জেরে রেলপথের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কারন একসময় বিহার ও ঝাড়খণ্ডের রেলপথে মাওবাদীদের উপদ্রব ছিল। তবে কি আবার সেই দিন ফিরতে চলেছে?