37 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

বাংলাদেশে বয়ড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

আসিন মিয়া, বাংলাদেশঃ

২৭ শে মে বিকাল ৩:৩০মি. সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ সদর এর সহযোগিতায় বটতলা বাজার,বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৮-১৯ এর উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মো: হারুন -অর -রশীদ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সনাক সদস্য জনাব তসলিম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বাজেট ঘোষণা করেন। এদিন বাংলাদেশের ময়মনসিংহ সদরের বয়ড়া ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১,৯১,৬০,৫৪৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: সহিদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর বিমল কৃষ্ণ দাস । এ সময় তিনি উক্ত আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং গত বছরের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করার পাশাপাশি আগামী বছরের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে অর্থ বরাদ্দ করা হয় তাকে আমরা বাজেট বলে থাকি। তিনি আরো বলেন, জনগণ শুধু প্রতি পাঁচ বছর পর ভোট দিলেই হবে না বরং সার্বক্ষনিক পরিষদের কার্যক্রম যেমন পর্যবেক্ষন করতে হবে তেমনি পরিষদের প্রতিনিধিদেরও নিয়মিত জনগণের কাছে আসতে হবে এবং তাদের কাজের জবাবদিহিতা করতে হবে। তারই অংশ হিসেবে আজকের এই উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের আয়োজন।

এরপর ইউপি সচিব মোছা: সালমা আক্তার ইউনিয়ন পরিষদের গত অর্থ বছরের বাজেট ও এর আওতাভুক্ত কর্মকান্ডের অগ্রগতি উপস্থাপন করেন এবং আগামী অর্থ বছরের সম্ভাব্য প্রকল্পগুলোর তালিকা তুলে ধরেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: আব্দুর রহমান ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১,৯১,৬০,৫৪৮ (এক কোটি একানব্বই লক্ষ ষাট হাজার পাঁচশত আটচল্লিশ) টাকার খসড়া বাজেট স্থানীয় জনগণের সম্মুখে উপস্থাপন করেন। তিনি বিগত অর্থ বছরের অনুমোদিত বাজেট কোন কোন খাতে কত টাকা খরচ হয়েছে তা তুলে ধরেন এবং স্থানীয় নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ পরিষদের সীমাবদ্ধতাগুলো সকলের মাঝে তুলে ধরেন। তিনি ইউনিয়ন পরিষদের বরাদ্দের ক্ষেত্রে যথা সময়ে অর্থপ্রাপ্তি, চাহিদার তুলনায় সীমিত বরাদ্দ, পরিষদের বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমের পরিধি কমে যাওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। ফলে পরিষদের সক্ষমতা ও উন্নয়ন কার্যক্রম বাঁধাগ্রস্থ হচ্ছে।

তিনি আরও বলেন, সনাক-টিআইবি অত্র ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিতকরণে কাজ করছে। প্রধান অতিথি উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মো: হারুন -অর -রশীদ তার বক্তিতায় বলেন বাজেট প্রকাশ একটি ইউনিয়নের সচ্ছতার প্রমান রাখে এবং ইউনিয়ন পরিষদের নাগরিক হিসাবে তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য যার যার অবস্থান থেকে সমাজের ভাল কাজ করার জন্য আহ্বান জানান। বয়রা ইউনিয়ন পরিষদের বাজেট অনুষ্ঠানের প্রস্তাব সদস্যকে বলেন প্রস্তাবগুলো ওয়ার্ড সভায় আসা উচিৎ, যে যে ওয়ার্ডে ওয়ার্ড সভা হয় তাতে উপস্থাপিত প্রস্তাব গুলো বাজেটে অন্তর্ভুক্ত হয়। আপনারা যদি ওয়ার্ড সভায় অংশগ্রহন না করেন তবে বাজেটে প্রস্তাব আসবেনা। এছাড়া আরও বলেন আপনাদের প্রস্তাবগুলো বাজেটে অন্তরভুক্ত করা হবে। বাজেট প্রকাশ অনুষ্ঠান করার ক্ষেত্রে সনাক-টিআইবি-র সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে অন্যান্য ইউপি নারী ও পুরুষ সদস্যবৃন্দ, সনাক, স্বজন সদস্য, টিআইবি-র প্রতিনিধি, সনাকের সহযোগী সংগঠন ইয়েস গ্রুপের সদস্য সহ নারী-পুরুষের সমন্বয়ে ৩ শতাধিক স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উক্ত কার্যক্রমে ইয়েস গ্রুপ স্যাটেলাইট তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনার মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা সম্পর্কিত এবং সংশ্লিষ্ট ইউপি-র মূল্য সহ বিভিন্ন সেবাসমূহ ও বাজেট সম্পর্কিত বিভিন্ন তথ্যপত্র বিতরন করে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles