ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ
বর্তমানে নিত্যদিন প্রায়ই কোথাও না কোথাও রেল দূর্ঘটনার কথা দেখতে পাওয়া যায়। আর তাদের প্রায় বেশিরভাগটাই যান্ত্রিক কারনে। আর এই কথা মাথায় রেখে, রেল দূর্ঘটনা রুখতে যত তাড়াতাড়ি সম্ভব পুরনো রেল লাইন বদলে ফেলার নির্দেশ দিলেন ভারতের নতুন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
এক্ষেত্রে রেল মন্ত্রী রেলওয়ে বোর্ডকে নির্দেশ দিয়ে বলেন, নতুন রেল লাইন পাতার কাজ আপাতত বন্ধ রাখতে এবং সেই নতুন পাত গুলিকে পুরনো পাত বদলে পাততে বলেন। বিশেষ করে যে সব জায়গায় রেল লাইন বদলানো খুবই জরুরী। এর জন্য যে সমস্ত স্থানে পাত বসানোর কাজ শেষ হয়নি সেই সব স্থানে দ্রুত পাত বসানোর কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, অনেক স্থানেই প্রায়ই দেখতে পাওয়া যায় লেভেলক্রসিং প্রহরীহীন, সেক্ষেত্রে ১ বছরের মধ্যে প্রহরীহীন লেভেলক্রসিং এর সংখ্যা শূন্যে নিয়ে যাওয়ার কথা বলে। তবে প্রথমে তিনি পুরনো লাইন বদলানোর ব্যাপারে বিশেষ নজর দিতে বলেন। শীতকালে কুয়াশার কারনে ট্রেন চলাচলে যথেষ্ট অসুবিধা হয়। তার জন্য তিনি ট্রেনের ইঞ্জিনে অ্যান্টি ফগ এলইডি আলো লাগানোর নির্দেশ দিয়েছেন। এমনকি তিনি প্রতিস্তুতি দেন যে, পুরনো কোচ গুলি বদলে নতুন এলবিএইচ বগি আনা হবে।