শান্তনু বিশ্বাস, হাবড়া:
১৮ ই ফেব্রুয়ারি হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ির কনভয় বেশ বড় সড় দুর্ঘটনার কবলে পরেন। যদিও বর্তমানে খাদ্যমন্ত্রী নিরাপদেই আছেন বলে জানা যায়।
সুত্রের খবর, এদিন বেলা ১১ টা নাগাদ ভিআইপি রোড থেকে সল্টলেকের বাইপাস রোডে ওড়াল পুর ওঠার মুখে খাদ্যমন্ত্রীর কনভয়ের আগে থাকা গাড়িটি রাস্তায় একটি যাত্রী বোঝাই অটোকে পাশ কাটাতে গিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এরপর সেই মুহূর্তে গাড়িটি পর পর চারটি পালটি খায়। এর জেরে গাড়িতে থাকা ৪ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর খাদ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যাবস্থা করেন।
পাশাপাশি তিনি আরও বলেন, আহতদের বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার ব্যাবস্থা করা হয়েছে। মূলত তিনি পিছনের গাড়িতে থাকায় নিরাপদেই আছেন। এক্ষেত্রে খাদ্যমন্ত্রী বলেন, যাত্রীবোঝাই অটোটিতে ছয় জন যাত্রী ছিলেন, আর তাঁদের বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে।