36 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

ব্যারাকপুর লাটবাগানে ফেয়ারওয়েল রাজ্য পুলিশের মহা নির্দেশক সুরজিৎ কর পুরকায়স্তকে

অরিন্দম রায় চৌধুরী, ব্যারাকপুরঃ

২৯শে মে ব্যারাকপুর লাটবাগানে সকাল ৮টা নাগাদ মহা ধুমধামের সাথে রাজ্য পুলিশের মহানির্দেশক সুরজিৎ পুরকায়স্তকে জানানো হল বিদায়। এই বিদায় সমারোহে সুরজিৎ বাবুকে গার্ড অফ হনার দেওয়া হয়। সেই সময় হাজির ছিলেন রাজ্যের সকল আই.পি.এস অফিসাররা। উল্লেখ্য, পুরকায়স্ত রাষ্ট্রের প্রথম ডিজিপি ছিলেন যাকে ২০১৬ সালে সরকারি অবসর গ্রহণের পরে একটি এক্সটেনশন দেওয়া হয়েছিল।

এইদিন তার বিদায় সমারোহের মঞ্চে বলতে গিয়ে তিনি রাজ্য পুলিশের নানান সাফল্যের কথা তুলে ধরেন। জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত পুলিশের সাফল্যের খতিয়ান তুলে ধরে তার প্রশংসা করেন। তিনি আরও বলেন রাজ্যের পুলিশ বাহিনীকে আরও আধুনিকীকরণ করতে হবে আর তার চেষ্টাও বর্তমানে চলছে। সুরজিৎ বাবু এও জানান বছর বছর পুলিশ কর্মীদের অবসরের পর সৃষ্ট শূন্যস্থান ধীরে ধীরে পূরণ করার চেষ্টা চলছে। গতবছর যেমন ৪হাজার কর্মী নিয়োগ করা হয়েছে আর এই চলতি বছরে আরও ৫হাজার কর্মীকে নিয়োগ করা হবে আর এই ভাবেই পুলিশের শূন্যস্থান আগামী দিনে ভরাট করা হবে। এই সমারোহে তিনি পুলিশকে আরও বেশী করে মানুষের সাথে মিশে কাজ করার বার্তা দেন।

[embedyt] https://www.youtube.com/watch?v=QprE7_vRjVs[/embedyt]

প্রসঙ্গত গত ২৪শে মে-র সরকারের একটি নোটিশ মারফৎ জানা যায় পশ্চিমবঙ্গ সরকার ৩১ মে অবসর গ্রহণকারী বর্তমান ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্তের বদলে, নতুন ডিরেক্টর জেনারেলের পদে বরেন্দ্রকে নিয়োগ দিয়েছে।

এই বিষয় বলতে গিয়ে সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুরকায়স্থের জন্য একটি নতুন পোস্ট, (উপদেষ্টা - নিরাপত্তা) তৈরি করা হয়েছে। তিনি আরও জানান "কর পুরকায়স্থ অত্যন্ত অভিজ্ঞ একজন অফিসার এবং মুখ্যমন্ত্রী তাকে পছন্দ করেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাকে ব্যবহার করতে চান। তিনি সম্ভবত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আগামীদিনে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন।"

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles