ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
বাজারে উর্ধ্বমুখী আলুর দাম। এবার আলুর দাম নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার। আলুর দাম বৃদ্ধি নিয়ে ২৮ শে মে খাদ্যভবনে বৈঠক হওয়ার কথা। বৈঠকে থাকবেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত।
পৌষ মাসে বৃষ্টি হয়েছে। অতঃপর কম হয়েছে আলুর ফলন। তার ওপর বন্ধ হিমঘর। আর এই জোড়া ফলায় মহার্ঘ হল আলু। বর্তমানে বাজারে জ্যোতি আলুর প্রায় ২০ টাকা কেজি। চন্দ্রমুখী আলুর দাম ২৪ টাকা প্রতি কেজি। এই দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য প্রথমে মনে করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পর কমতে পারে আলুর দাম। পয়লা মার্চ থেকেই আলুর দাম বাড়ার আভাস মিলেছিল। সে সময়ে বাজারে নিম্নমানের জ্যোতি আলু পাওয়া যাচ্ছিল। বাজার সমিতিগুলির অভিযোগ, হিমঘর না খোলার কারণেই বেড়েছে আলুর দাম।
আর তাই আলুর দাম নিয়ন্ত্রণে এবার তৎপর প্রশাসন। এদিন খাদ্যভবনে বৈঠকে বসবেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।