30 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

৩০ শে মে থেকে বাংলাদেশে ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত

মিজান রহমান, ঢাকা:

সড়ক, মহাসড়কের অবস্থার চেয়ে বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে এবার আগে থেকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ৩০ শে মে থেকে শুরু হবে আগাম টিকিট বিক্রি। ২৬ শে মে শনিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের এমডি সোহেল তালুকদার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য ৩০ শে মে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করা হবে। প্রথম দিন বিক্রি হবে ৭ জুন যাত্রার টিকিট। এ ব্যাপারে দূরপাল্লাগামী পরিবহনগুলোর মালিকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও বলেন, পরিবহন কাউন্টারগুলো ৩০ শে মে বুধবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। যাত্রীদের চাহিদা অনুসারে কাউন্টারে যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি চলবে।

প্রসঙ্গত, রাজধানীর তিনটি বাস টার্মিনাল সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল করে। এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ১ জুন থেকে। তবে বিআরটিসির বাসের আগাম টিকিট বিক্রির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles