বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:
Thank you for reading this post, don't forget to subscribe!
বাংলাদেশের মাগুরায় তাবলীগ জামাতের এক সঙ্গীর বিরুদ্ধে অন্য ৫ সঙ্গীকে অচেতন করে নগদ সহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। তারা হলেন সুরুজ হোসেন (৭০), জাহাঙ্গীর আলী কিবরিয়া (৩০), মিনহাজ উদ্দিন (২৩), রায়হান (২০) ও সাইফুল মুন্না (২০)।
এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, অচেতন ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা জেলা শহরের মার্কাস মসজিদে চিল্লায় আসা তাবলীগ জামাতের সদস্য সাইদুল ইসলাম বলেন, ২৫ শে মে রাতে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের একটি দল ৪০ দিনের চিল্লায় মার্কাস মসজিদে আসেন। “রাতের খাবার খাওয়ার পর পৌনে ১১টার দিকে জুনায়েদ আহমেদ নামে এক নতুন সঙ্গী ফ্রুটো জুস খাওয়ান ওই ৫ জনকে। সেহেরি খেতে উঠে আমরা এই ৫ জনকে অচেতন দেখতে পাই। আর জুনায়েদকে খুঁজে পাওয়া যাচ্ছে না।” তবে জুনায়েদের বাড়ি সিলেট বলে জানালেও তার ঠিকানা বলতে পারেননি তিনি। নগদ ও মোবাইল ফোন সহ তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তার অভিযোগ। ওসি ইলিয়াস বলেন, আসামি জুনায়েদকে আটক করতে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।