41 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

ইরান-বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করুন: ট্রাম্পকে আইএমএফ প্রধান

ওয়েব ডেস্ক, বেংগল টুডে:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’র প্রধান ক্রিস্টাইন ল্যাগার্দে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠানরত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় ২৫ শে মে এ আহ্বান জানান তিনি। ল্যাগার্দে বলেন, যেহেতু মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য পরিষ্কার নয় সে কারণে ইরান ও রাশিয়ার বিষয়ে মার্কিন নীতি বদলাতে হবে। মার্কিন জটিল অর্থনৈতিক নীতি ও বাধার কারণে কিছু উন্নয়নশীল দেশ থেকে মূলধন তুলে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

ল্যাগার্দে বলেন, মার্কিন বাধার কারণে বিশ্ব অর্থ ব্যবস্থায় নানা রকম সংকট দেখা দিচ্ছে। প্রসংগত ৮ ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং তেহরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা বলেন। এর বিরুদ্ধে সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। খোদ ইউরোপ এখন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছে।

এছাড়া, রাশিয়া ও চীন এ সমঝোতা রক্ষার পক্ষে জোরালো অবস্থান ঘোষণা করেছে। ট্রাম্পের সিদ্ধান্তের চরম সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles