ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
“গ্রাম স্বরাজ অভিযান”-এ সাফল্যের জন্য আইনসভার সদস্য, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকদের ধন্যবাদজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “গ্রাম স্বরাজ অভিযানে সাফল্যের নেপথ্যে মন্ত্রী, বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকদের সক্রিয় সহযোগিতা রয়েছে।” পাশাপাশি সমাজকর্মী ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “গ্রাম স্বরাজ অভিযানের লক্ষ্য ছিল দেশের ১৬ হাজার ৮৫০টি গ্রামের দরিদ্র মানুষদের উন্নয়নে কাজ করা হবে। ডঃ আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৪ ই এপ্রিল থেকে ৫ ই মে পর্যন্ত এই কর্মযজ্ঞ চালানো হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “১৪ ই এপ্রিল থেকে ৫ ই মে পর্যন্ত ২১ দিনে ৭ লাখ ৫৩ হাজার উজ্জ্বলা সংযোগ দেওয়া হয়েছে। ৫ লাখ ২৪৩৪ জনকে সৌভাগ্য যোজনার অধিনে আনা হয়েছে। ২৫ লাখ মানুষকে LED বাল্ব বিলি করা হয়েছে। এক লাখ ৬৪ হাজার শিশুকে টিকাকরণ করা হয়েছে।