32 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

মেট্রো স্টেশনে এক যুবকের স্টান্টবাজির ভাইরাল ভিডিও

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

মেট্রো স্টেশনে সিসিটিভি ক্যামেরার একটি রোমহর্ষক মুহূর্তের রেকড ভিডিওটি দেখার পর চমকে গেলেন সবাই। দিল্লীর শাস্ত্রী নগর মেট্রো স্টেশনে এমন অভাবনীয় ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল সাইটে ‘হট কেক’। কি সংঘাতিক কান্ডটাই যে হতো তা ভেবেই হাত পা ঠাণ্ডা হওয়ার জোগাড় নেটিজেনদের।

কি ছিল ওই ভিডিওটিতে? ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই যুবক যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। ফুটেজটি দেখে মনে পড়ে যেতে বাধ্য সালমন খান অভিনিত ‘ কিক’ ছবির সেই দুর্ধর্ষ স্টান্টবাজির ঘটনার কথা। লাইনের ওপরে দাড়িয়ে আছে ট্রেন। সময় হয়ে গেছে ট্রেন ছারার। সেই সময় লাইনের ওপর লাফ দিয়ে পরলেন এক যুবক। লাইনে দাড়িয়ে থাকা মেট্রোর গা ঘেঁসে উল্টোদিকের প্ল্যাটফর্মে উঠতে যান তিনি দিব্যি ছুটন্ত ট্রেনের পাশ দিয়ে নিশ্চিতে রেল লাইনের এক দিক থেকে অপরদিকেই সুপারম্যানের মতো হাটতে দেখা গিয়েছিল সাল্লু মিয়াকে। বাস্তবে তেমনটাই ঘটে গেল। সময়ে হয়ে আশায় হঠাৎ লাইন ছেড়ে কিছুটা এগিয়ে গেল মেট্রো। ঠিক সেই সময়ে প্লাটফর্মে ট্রেনের সঙ্গে ধাক্কা খেল। যদিও কোনো অঘটন ঘটেনি। চালকের তৎপরতায় এ যাত্রায় বেঁচে গেল যুবকের প্রান।

[espro-slider id=7487]

প্রসঙ্গগত ২০ শে মে জীবনে প্রথমবার তিনি মেট্রোয় ঢুকেছিলেন। চলমান সিডির ব্যবহার তার জানা ছিল না। তাই রোহিণী যাওয়ার মেট্রো ধরতে তিনি রেল লাইন পারা পারের মতই মেট্রো ট্রাক পার হতে যান। দুঃসাহসিক কান্ড নিয়েই সরগড়ম দেশ। সেই ময়ূর কিন্তু এক বারেই নিবিকার।যুবকের কৃতি সামনে আসতেই নড়েচড়ে বসেন মেট্রো কৃতপক্ষ এবং পাকড়াও করা হয় তাকে। তবে ধরা পরার পর যেন ভাজা মাছ উলটে খেতে পারে না -র মতো ভাব করে ওই যুবক। এমনকি অদ্ভুত দাবি করেছেন বলেও জানা যায়। অবশ্য অবলা সাজার ভান করেও রেহাই পাইনি ওই যুবক। তাকে ১৫০ টাকা জরিমানা বাবদ দিতে হয়েছে মেট্রো কৃতপক্ষকে। তবে ট্রেন তার গতি থামিয়ে দেওয়ার পর কিছুটা এগিয়ে দিব্যি প্লাটফর্ম নিরাপওারক্ষী ও যাএীদের কিভাবে এড়িয়ে ওই যুবক অমন হটকারি কাজ করতে পারলেন সেই প্রশ্ন উঠে আসছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে রাজধানীতে মেট্রোর পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles