ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
১৬ই ফেব্রুয়ারি মৃত রোগীকে জীবিত দেখিয়ে বিল বাড়ানোর অভিযোগ উঠল পিয়ারলেস হাসপাতালের বিরুদ্ধে। মৃতের নাম স্বপন মণ্ডল(৫৫)। বাড়ি সোনারপুরে। মূলত এদিন রাতে মৃতের পরিবারের তরফে বিক্ষোভ দেখালে হাসপাতালে চত্বরে উত্তেজনা ছড়ায়। যদিও সকল অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, ৩ দিন আগেই মারা যান স্বপন মণ্ডল। শুধুমাত্র বিল বাড়াতেই তাঁর মৃত্যুর খবর জানানো হয়নি।
সুত্রের খবর, ৯ ই ফেব্রুয়ারি সোনারপুরের বাসিন্দা বছর ৫৫-র স্বপন মণ্ডল বাসন্তী যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হন। এর জেরে তাঁর একাধিক জায়গায় আঘাত লাগে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি কোমায় চলে যান। এমনটাই দাবী জানান মৃতের পরিবার। অপরদিকে হাসপাতাল র্কতৃপক্ষের দাবি, ৯ ই ফেব্রুয়ারি অস্ত্রোপচারের পর তাঁর মৃত্যু হয়। কারন স্বপন মণ্ডলের খাদ্যননালী ফুটো হয়ে গিয়েছিল। এমনকি তাঁর ঘাড়েও গুরুতর চোট ছিল।
এছাড়া আরও জানা যায়, এই ঘটনার পর মৃতের পরিবার পূর্ব যাদবপুর থানার দ্বারস্থ হন। পাশাপাশি সকল অভিযোগ খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।