41 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

এভারেস্ট অভিযানে গিয়ে মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬

ওয়েব ডেস্ক, বেংগল টুডে:

এভারেস্টে অভিযানে গিয়ে মৃত্যু ২ শেরপার। নিহত শেরপারা হলেন দামাই সারকি শেরপা(৩৭) ও পাসাং নরবু শেরপা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাসাং নরবু শেরপার। সবমিলিয়ে এই মরশুমে এভারেস্ট অভিযানে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।

জানা যায় , দুই গাইডই শিখরের বিপরীতে নেপাল-তিব্বত সীমান্তের মধ্যবর্তী এলাকায় কাজ করছিলেন। ২১ শে মে এক বিদেশি পর্বতারোহীকে উদ্ধার করতে যান অভিজ্ঞ শেরপা দামাই সারকি শেরপা। সেইসময় প্রায় ৬০ ফুট নিচে পড়ে মৃত্যু হয় তাঁর। এক সরকারি আধিকারিক জানান, দামাই সারকি শেরপাকে খুব আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনার দিন রাতেই তাঁর মৃ্ত্যু হয়।

অপরদিকে ২২ শে মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাসাং নরবু শেরপার। শিখরে পৌঁছানোর লক্ষ্যস্থলের কিছুটা নিচে ছিলেন তিনি। এমনকি তৃতীয় শেরপা লামা বাবু শেরপা চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই নিখোঁজ। সম্ভবত তাঁর মৃত্যু হয়েছে বলেই আশংকা করা হচ্ছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles