ওয়েব ডেস্ক, বেংগল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৩ শে মে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এইচ ডি কুমারস্বামী। এদিন বিকেল সাড়ে ৪ টে নাগাদ তিনি শপথ নেবেন। অপরদিকে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কর্নাটকের কংগ্রেস সভাপতি জি পরমেশ্বর। তবে এদিন কোন ক্যাবিনেট মন্ত্রী শপথ নেবেন না বলেও জানা যায়।
উল্লেখ্য কুমারস্বামী ও জি পরমেশ্বরকে এদিন শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল বাজুভাই ভালা। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানান, স্পিকার হবেন কে আর রমেশ কুমার। মন্ত্রিসভায় কংগ্রেসের থেকে মন্ত্রী হবেন ২২ জন। জিডিএস থেকে মন্ত্রী হবেন ১২ জন।
প্রসংগত এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরির মতো হেভিওয়েট নেতা-নেত্রীরা। এছাড়াও উপস্থিত থাকবেন অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, চন্দ্রবাবু নাইডু। তবে অনুষ্ঠানে থাকতে পারবেন না তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।