Tuesday, March 28, 2023
spot_img

বাংলাদেশের দুদকের ২ কর্মকর্তা বরখাস্ত

মিজান রহমান, ঢাকা:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ কর্মকর্তাকে বরখাস্ত বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- দুদকের সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল ও সহকারী পরিচালক বীর কান্ড রায়। দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে। ২১ শে মে বিকেলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শামীম ইকবালকে চাকরি থেকে বরখাস্ত এবং একই অপরাধে বীর কান্ত রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে দুদকে পরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী সাংবাদিকদের জানান, দুদক কর্মকর্তা-কর্মচারীরা যাতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে না যায়, তা নিশ্চিত করতেই দুদক এই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। দুদকে প্রাতিষ্ঠানিক অনুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, শামীম ইকবাল সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় কর্মরত অবস্থায় একটি দুর্নীতির মামলায় এক বছরের বেশি সময় চার্জশিট দাখিল না করে নিজের কাছে রেখে দেন। দুদকের বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রোববার তাকে দুদকের চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই বরখাস্ত আদেশের ফলে তিনি কোনো অবসর সুবিধা পাবেন না। পক্ষান্তরে সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক বীর কান্ত রায় একটি ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তদন্ত কার্যক্রমে ৩৮৪ দিন সময়ক্ষেপণ করেন। দুদক কর্তৃপক্ষ তদন্ত করে প্রমাণ পান যে বীর কান্ত রায় কোন না কোনভাবে আসামিদের মাধ্যমে প্রভাবিত হয়ে তদন্ত কার্যক্রম বিলম্বিত করেছেন। এ অপরাধে তাকে আজ সাময়িক বরখাস্ত করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
3,750FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles