Tuesday, March 28, 2023
spot_img

দাঁড়িয়ে থাকা পাটনা-মোকামা প্যাসেঞ্জার ট্রেনে আগুন

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

পাটনা-মোকামা প্যাসেঞ্জার ট্রেনে আগুন লেগে যাওয়ার কারণে চাঞ্চল্য ছড়ায় বিহারের মোকামায়। ৯ ই জানুয়ারি গভীর রাত ১ টা নাগাদ পাটনা-মোকামা প্যাসেঞ্জার ট্রেনের চারটি কামরায় আগুন লাগে। পরে রেলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ আসে।

এই বিষয়ে পূর্ব-মধ্য রেলের জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১ টা নাগাদ পাটনা-মোকামা প্যাসেঞ্জার ট্রেনটি মোকামা স্টেশনে আসে। পরে ট্রেনটি মোকামা স্টেশনের রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ১ নাগাদ ট্রেনটির দুইটি কামরা থেকে আগুনের হল্কা এবং ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে আরও দুইটি কামরায় আগুন ছড়িয়ে যায়। রেলকর্মী এবং দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেই সময় ট্রেনে কোনও যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।

অপরদিকে কি কারণে আগুন লাগেছিল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে রেল দফতর। অগ্নিকাণ্ডের স্থলটি পরিদর্শন করে দেখেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এবং এই ঘটনার জেরে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই অগ্নিকাণ্ডের প্রভাব রেল চলাচলের উপর পড়েনি।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles