শর্বাণী দে, বেঙ্গল টুডেঃ
১৯শে মে সকালে রাজারহাটে সলুয়াতে একটি কয়লার গোডাউনের সিঁড়ির সামনে থেকে উদ্ধার এক ব্যক্তির গলার নলি কাটা রক্তাক্ত দেহ। মৃতের নাম অভিজিৎ সামুই। এদিন সকালে ঘটনার জেরে রাজারহাট এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে খবর, অভিজিতের সঙ্গে তাঁর পরিবারের মনোমালিন্য হওয়ায় সে বাড়ির কাছেই ওই গোডাউনে রাত কাটাতেন। এদিন বিছানার পাশ থেকেই তাঁর গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। মাথাতেও রয়েছে আঘাতের চিহ্ন। স্থানীয় সূত্রে খবর, এলাকার কারোর সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না অভিজিতের, তবে নেশাগ্রস্থ ছিল সে। সম্প্রতি টিবি রোগে ভুগছিলেন অভিজিত। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে বাড়ির কোনও সদস্যের হাত রয়েছে, নাকি পুরনো শত্রুতার জেরে এই খুন সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ।