শান্তনু বিশ্বাস, হাবড়া:
Thank you for reading this post, don't forget to subscribe!
১০ ই জানুয়ারি হাবড়ার বানিপুর হোমের মাঠে শুরু হল রাজ্যের হোমের পড়ুয়াদের নিয়ে চতুর্থবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটির সুচনা করেন কারিগড়ি দফতরের সচিব অনুপ আগরওয়াল। এই অনুষ্ঠানে রাজ্যের ৫২ টি হোমের বাছাই করা ৮২২ জন প্রতিযোগী ছেলে ও মেয়ে উভয়ই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
প্রসঙ্গগত পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে রাজ্যের সরকারি হোমের পড়ুয়াদের নিয়ে শুরু হল তিন দিনের ক্রীড়া প্রতিযোগিতা। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তথা আঁকা প্রতিযোগিতা, নাচ গান প্রভৃতি।
উল্লেখ্য এদিনের এই অনুষ্ঠানের বিষয়ে তারা জানান, বর্তমানে ছেলে মেয়েরা সারা বছর পড়াশুনার সাথে নিজেদের স্বাস্থ্য গড়ে তোলা সাথে নিজেদের মনকে গড়ে তোলার প্রয়োজনীয়তার জেরে তাদের এই পদক্ষেপ।