ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
৯ই জানুয়ারি স্থানীয় সময়নাসুরে রাত ১০.৫২ মিনিটে উত্তর আমেরিকার হন্ডুরাস উপকূলে ক্যারাবিয়ান সাগরে অনুভূত হয় ভয়ঙ্কর ভূমিকম্প। রিখটার স্কেল অনুযায়ী ভুমিকম্পের তীব্রতা ৭.৬ ।
মূলত এদিন প্রথম কম্পনটি অনুভূত হয় রাত ১০.৫২ মিনিটে। এই সময় কেঁপে ওঠে ঘর বাড়ি। উল্লেখ্য হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা থেকে ৫১৯ কিলোমিটার দূরে ক্যারাবিয়ান সাগরে ছিল কম্পনের উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় সুত্রে খবর, তিন বার কম্পন অনুভব করেছেন তাঁরা। তবে কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কম্পনের জেরে দুলতে থাকে বিদ্যুতের খুঁটি ও তার।
প্রসঙ্গগত কম্পন অনুভূত হয়েছে ব্রাজিল ও মেক্সিকোতেও। তবে এখনো পর্যন্ত কোথাও কোন হতাহতের খবর নেই। অপরদিকে সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি রেখেছে ভূমিকম্প সতর্কতা দফতর।