ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
আসন্ন সাধারণ বাজেটকে জনমুখী করতে চেষ্টায় কোন প্রকার খামতি রাখতে নারাজ অরুণ জেটলি। সূত্রের খবর, সেজন্য করকাঠামো বদলের কথা ভাবছে কেন্দ্র এবং আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত করার চিন্তাভাবনা শুরু করেছে মোদী সরকার।
মূলত এবার মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য বিশেষ করছাড়ের কথা ভাবা হচ্ছে। অর্থমন্ত্রকে জমা পড়া প্রস্তাব অনুযায়ী আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ২.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে অন্তত ৩ লক্ষ টাকা করার কথা বলা হয়েছে।
পাশাপাশি গত বাজেটে করছাড়ের ঊর্দ্ধসীমায় কোনও বদল করেনি সরকার। তবে বার্ষিক ২.৫-৫ লক্ষ টাকা আয়ের মানুষদের ক্ষেত্রে করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল।
প্রসঙ্গগত ২০১৮-১৯ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করা হবে আগামী ১ লা ফেব্রুয়ারি। সেখানে ৫-১০ লক্ষ টাকা আয়ের মানুষদের জন্য আয়কর ১০ শতাংশ করা হতে পারে। অপরদিকে ১০-২০ লক্ষ টাকা বার্ষিক আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর ধার্য করা হতে পারে ২০ শতাংশ এবং ২০ লাখের বেশি আয়ের মানুষদের ক্ষেত্রে কর হতে পারে ৩০ শতাংশ।