29 C
Kolkata
Wednesday, April 17, 2024
spot_img

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হল না জো হার্টের

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

একটিও ম্যাচ না খেলে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। কিছুটা অপ্রত্যাশিত হলেও সাউথগেটের ২৩ জনের দলে জায়গা পেলেন না গোলকিপার জো হার্ট।

শুধু অভিজ্ঞতা নয়, সঙ্গে বর্তমান পারফরম্যান্সকে সমান গুরুত্ব দেওয়া। এই নীতিতেই এবার বিশ্বকাপের দল বেচেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। সেই নীতিতে হেঁটেই বিশ্বকাপের দলে রাখলেন না গোলকিপার জো হার্টকে। যা নিয়ে সমালোচনার মুখে সাউথগেট। ইংল্যান্ডের জার্সিতে ৭৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হার্টের এবার ইপিএলে পারফরম্যান্স বেশ হতাশজনক। ওয়েস্টহ্যামের হয়ে লোনে খেলা হার্ট এই মরসুমে প্রিমিয়ার লিগে ৩৯টি গোল হজম করেছেন। আর প্রসঙ্গে কোচ সাউথ গেট বলেছেন, "কিছু ক্ষেত্রে আমি অভিজ্ঞতার চেয়ে গুরুত্ব দিয়েছি বর্তমান পারফরম্যান্সকে। দল তৈরির সময় আমি বার বার জো-র কথা ভেবেছি।কিন্তু কিছু করার নেই। সে কারণেই লিভারপুলের ডিফেন্ডার আর্নল্ডকে দলে রেখেছি। ওর (আর্নল্ড) পারফরম্যান্স দারুণ।"

চেম্বারলিন ও জো গোমেজ চোট পেয়ে আবেই ছিটকে গিয়েছিলেন। দলে সুযোগ পেলেন চেলসির ডিফেন্ডার গ্যারি কাহিল। অতিরিক্ত তালিকায় রাখা হয়েছে লিভারপুলের অ্যাডাম লালানাকে। দৃঢ় হও। সাহসী হও। সঙ্গে নিষ্ঠুর হতে হবে। এই মন্ত্রে হেঁটেই এবার বিশ্বকাপের দল বাছাই করেছেন সাউথগেট। তিনি বলেন, "এ বার অনেক ভেবেচিন্তে দল গড়া হয়েছে। সিনিয়র-জুনিয়র ভারসাম্য বজায় রেখেছি। বহুবছর পর এরকম বিশ্বকাপের দল তৈরি হল।"

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles