ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাইজেশনের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রথম তৈল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যারা গ্রাহকদের গ্যাস বুক করার জন্য এই প্রথম নিয়ে এল অভিনব সিদ্ধান্ত। এর জেরে এখন থেকে কেবলমাত্র ফোন বা এসএমএসের দ্বারা নয় বরং সোশ্যাল মিডিয়ার সাহায্যেও গ্যাস বুক করা যাবে। অর্থাৎ ফেসবুক, টুইটারে লগ ইন করেও গ্যাস বুক করা যাবে।
সেক্ষেত্রে ফেসবুকে গ্যাস বুক করতে হলে, প্রথমে ফেসবুকে লগ ইন করুন। তারপর ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ফেসবুক পেজ @ইন্ডিয়ানঅয়েলকর্পলিমিটেড-এ যান এবং সেখানে বুক নাউ-এ ক্লিক করুন । ব্যাস আপনার গ্যাস বুক হয়ে যাবে। অথবা টুইটারে বুক করতে চাইলে একইরকমভাবে @ইন্ডেনরিফিল-এ রিফিল লিখে টুইট করতে হবে। তবে প্রথমবার যাঁরা রেজিস্ট্রি করছেন তাঁদের রেজিস্ট্রেশন করতে হবে এলপিজিআইডিতে।
এর পাশাপাশি গত জুলাই মাস থেকে প্রতি মাসে ইন্ডিয়ান অয়েল রান্নার গ্যাসের দাম বাড়েই চলেছে। তাদের লক্ষ্য, এ বছরের মধ্যে এলপিজিতে সরকারি ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়া।