34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

কংগ্রেস নেতাদের ‘হুমকি’ দিচ্ছেন মোদি, প্রেসিডেন্টকে নালিশ জানালেন মনমোহন

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। কংগ্রেসের অন্য সিনিয়র নেতারাও ওই চিঠিতে সই করেছেন।

চিঠিতে প্রধানমন্ত্রীকে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন, হুমকি দেওয়া ও ভয় দেখানো ভাষা ব্যবহার না করার জন্য বলা হয়েছে। কারণ, তা প্রধানমন্ত্রীর মর্যাদার পক্ষে শোভনীয় নয়।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ, গত ৬ মে তিনি কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারের ভাষণে হুমকি দেন, ‘কংগ্রেস নেতারা মন দিয়ে শুনে রাখুন, এটা নরেন্দ্র মোদি, সীমা ছাড়াবেন না, তাহলে কিন্তু মূল্য দিতে হবে।’

কংগ্রেসের দাবি, এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য। যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, তা ভয়ঙ্কর, ভীতি প্রদানকারী। উদ্দেশ্যই ছিল অপমান করা, শান্তি নষ্টে প্ররোচনা দেওয়া।

চিঠিতে আরো বলা হয়েছে, এটা অকল্পনীয় যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী ধমক দেওয়া এবং ভয় দেখানোর মতো ভাষা ব্যবহার করবেন। এবং বিরোধীদলের নেতা ও সদস্যদের প্রকাশ্যে হুমকি দেবেন।

প্রেসিডেন্টের কাছে লেখা ওই চিঠিতে কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ, আহমেদ প্যাটেল, এ কে অ্যান্টনি, পি চিদাম্বরম, অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গে, করণ সিংহ, অম্বিকা সোনি, কমল নাথ, আনন্দ শর্মা, মোতিলাল ভোরা, দিগ্বিজয় সিংহ, মুকুল ওয়াসনিকরা সই করেছেন।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সূর্যেওয়ালা বলেন, ‘আসলে বিরোধীদের বিরুদ্ধে নানাভাবে প্রতিশোধ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সিবিআই, এনআইএ, আইবি-র মতো কেন্দ্রীয় তদন্ত এজেন্সির অপব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles