ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
ফের আধার জালিয়াতি করে টাকা হাতানোর অভিযোগ। তবে এবার অভিযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগকারী বেলডাঙ্গার জালালপুরের বাসিন্দা চিত্তরঞ্জন চন্দ্র। সরকারের নির্দেশমতো আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে গিয়ে, অন্য কোন ব্যক্তির আধার যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্যাঙ্ক ম্যানেজার।
মূলত ৪ ও ৫ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন চন্দ্রের অ্যাকাউন্ট থেকে মোট ৩০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি ভিখারি রাম ও মাইক্রোফিন্যান্স নামে ২টি অ্যাকাউন্টে ওই টাকা ডিপোজিটও হয় বলে জানা যায়৷ মোবাইলে টাকা তোলার মেসেজ আসতেই স্টেট ব্যাঙ্কের বেলডাঙ্গা শাখার ব্রাঞ্চ ম্যানেজারকে স্টেটমেন্ট জমা দেন তিনি। সেক্ষেত্রে ম্যানেজারের কথামতো থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার কপি সমেত ব্যাঙ্কে লিখিত জমা দেন তিনি। তবে ব্যাঙ্ক এধরনের গাফিলতি করলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।