শান্তনু বিশ্বাস, বনগাঁঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
১৩ই মে বনগাঁ থানার অন্তর্গত প্রতাপ নগর এলাকায় তৃনমূল নেতাকে লক্ষ্য করে দুস্কৃতিদের গুলি। ঘটনার দরুন গুরুতর আহত হন এক তৃনমূল নেতা। আহতের নাম অশোক বিশ্বাস। যদিও ঘটনার দিন রাতেই আহতকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগের তীর বিজেপির প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ ও সিপিএমের দুস্কৃতিদের কাজ বলে অভিযোগ করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ১২ই মে পঞ্চায়েত সমিতির সদস্য অশোক বিশ্বাস প্রচারের কাজ শেষে রাতে কালিতলা এলাকায় কর্মীদের সাথে আলোচনা করে নিজের বাড়ি প্রতাপনগরের দিকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সে সময় রাস্তায় ফাঁকা জায়গায় কয়েকজন দুস্কৃতি পথ আটকায় অশোক বিশ্বাসের। আর তা বুঝতে পেরে পালিয়ে যাবার সময় দুস্কৃতিরা কয়েক রাউন্ড গুলি করলে একটি গুলি অশোক বাবুর পায়ে লাগে।
এরপর কোন রকম ভাবে পালিয়ে গিয়ে কর্মীদের ফোন করলে তারা এসে অশোক বাবুকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। এর জেরে এদিন রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে তদন্তে যান বনগাঁ থানার পুলিশ।