ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
১০ই মে রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির সানলাইট কলোনিতে কাশ্মীর থেকে আসা ৫ জনকে প্রায় ৩০-৪০ জনের একটি দল বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, আক্রান্তদের মধ্যে ৪ জনই মহিলা। মূলত
আক্রান্ত এক কাশ্মীরী মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ।
আক্রান্তদের দাবী, কাশ্মীরী হওয়ার কারণেই তাদের ওপর হামলা করা হয়েছে। এক আক্রান্ত বলেন, আমার বোনকে গালিগালাজ ও মারধর করা হয়। আমার বাঁ হাত ভেঙে গিয়েছে। আমাদের এক আত্মীয়র ওপরও হামলা চালানো হয়। এটি পরিকল্পিত হামলা এবং আক্রমণকারীদের হাতে ছিল হকি স্টিক।
এছাড়া আরও অভিযোগ, তাদের ওপর হামলা চালানোর সময় অভিযুক্তরা স্লোগান দিচ্ছিল যে, ‘কাশ্মীরী জঙ্গিদের তাড়িয়ে দিতে হবে’। এমনকি এর আগেও কয়েকবার তাদের ওপর হামলা হয় এবং গত ৭ বছর ধরে আতঙ্কের মধ্যেই এই এলাকায় বসবাস করছেন তারা। তাদের দাবি, পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও ফল হয়নি।