37 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

১৪ ই মে নির্বাচন তার জেরে জঙ্গলমহলে বিশেষ নিরাপত্তা

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম :

১৪ই মে ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচন এই প্রথম তাই নির্বচনকে কেন্দ্র করে বাড়তি উৎসাহ রয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জেলা জুড়ে জোরদার করা হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন ব্লক গুলিতে বুথ কেন্দ্র এবং সেক্টর অফিস গুলির প্রয়োজনীয় পরিকাঠামো দিক গুলি খতিয়ে দেখছে ঝাড়গ্রাম জেলা পুলিশ, প্রশাসনের আধিকারিকেরা। ভোট কেন্দ্রে যাতে মানুষের পৌছাতে কোন অসুবিধা না হয় তার জন্যও প্রশাসন পুরো বিষয় খতিয়ে দেখছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিটি বুথে এবং সেক্টর অফিস গুলিতে নির্বাচন কমিশনের নির্দেশ মত পুলিশ মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তার দিকটি জেলা জুড়েই সুনিশ্চিত করা হচ্ছে। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন,পুলিশ। এবার ঝাড়গ্রাম জেলা মোট ৮০৬ গ্রাম পঞ্চায়েত আসনে ভোট হচ্ছে। ১৮৭ টি পঞ্চায়েত সমিতির আসনে এবং ১৬টি জেলা পরিষদ আসনে নির্বাচন হচ্ছে। জেলার মোট পোলিং সেন্টার ১০২৬, পোলিং প্রেমিসেস হল ৯৮৭ টি। ঝাড়গ্রাম জেলার ৮ টি ব্লকের জন্য মোট ৮ টি গননা কেন্দ্র হয়েছে। ব্লক অফিস সংলগ্ন কোন স্কুল বা কলেজে গননা হবে।

এছাড়া ডিসি, আরসিও প্রতিটি ব্লকের জন্য একটি করে মোট ৮ টি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার আলাদাভাবে স্পর্শ কাতর ,অতি স্পর্শ কাতর বুথ করা হয়নি। তবে বিগত অভিঞ্জতা থেকে বেলপাহাড়ি, লালগড়, জামবনি সহ বেশ কিছু ব্লকের বুথ যা কিনা আগে মাওবাদী পর্বে সন্ত্রস্ত এলাকা বলে চিহ্নিত ছিল সেই এলাকা গুলিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তবে প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য স্পর্শকাতর বুথ আলাদাভাবে চিহ্নিত না করা হলেও সব বুথ গুলিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার ঝাড়গ্রাম জেলার মোট ৮ টি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার হল ৮১৩১৫৫।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles